টরন্টোতে বাসা থেকে ৪ বাংলাদেশির লাশ উদ্ধার

প্রবাস ডেস্ক

৪ বাংলাদেশির লাশ উদ্ধার
ফ্লাটে থাকা দম্পতি। ছবি : সংগৃহিত

কানাডার টরন্টোর শহরতলির প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মারখামের একটি বাসা থেকে দম্পতিসহ ৪ জনের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।

খবরে প্রকাশ, এ ঘটনায় ইয়র্ক রিজিওনাল পুলিশ ২০ বছর বয়সী এক যুবককে আটক করে। আটক যুবক নিহত দম্পতির ছেলে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে এ নির্মম ঘটনা ঘটেছে। তবে পুলিশ এখনও নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।

সিবিএনের এক রিপোর্ট থেকে জানা গেছে, নিহত সবাই বাংলাদেশি এবং টাঙ্গাইল জেলার অধিবাসী। তারা হলেন- মোহাম্মদ মনির ও মুক্তা জামান, তাদের মেয়ে এবং কানাডায় বেড়াতে আসা মুক্তা জামানের মা অর্থাৎ মনিরের শাশুড়ি।

সিবিএন আরও জানায়, নিহত দম্পতির গ্রেফতার ছেলে সম্ভবত মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল; এমনকি সে মাদকাসক্তও ছিল। তাদের ধারণা, খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করার পর ছুরিকাঘাতে তাদের হত্যা করে সে। এরপর সে গেম খেলতে থাকে। পরিবারের সদস্যদের খুন করার বিষয়টি এ ছেলেই মন্ট্রিয়লে থাকা তার এক বন্ধুকে ফোন করে জানায়।

কাসলমোর এভিনিউ এবং এবং মিংয়ে অ্যাভিনিউস্থ একটি বাড়িতে সংগঠিত এই হত্যাকাণ্ডকে গোয়েন্দা সংস্থা গণহত্যা বলে অভিহিত করে। পুলিশ প্রতিবেশিদের কাছে খোঁজ-খবর নিচ্ছে এবং তারা জানায়, এ ব্যাপারে আরো তদন্ত চলছে। এজন্য জনসাধারণের সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করেছেন।

পুলিশের কাছে প্রতিবেশি পাসকোয়াল ডি’সৌজা জানায়, ২০০২ সাল থেকে পরিবারটি এ বাড়িতে বসবাস করে আসছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে