মিস কানাডা : চূড়ান্ত পর্বে বাংলাদেশি সিথি নকিব

প্রবাস ডেস্ক

মিস কানাডা : চূড়ান্ত পর্বে বাংলাদেশি সিথি নকিব
সিথি নকিব। ফাইল ছবি

 ‘মিস মন্ট্রিয়াল ওয়েস্ট ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়ে বাংলাদেশি সিথি নকিব এখন ‘মিস ওয়ার্ল্ড কানাডা’র জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছেন।

শিরোপা জয়ের চূড়ান্ত পর্বে মোট ৫৬ প্রতিযোগীর একজন সিথি। ‘মিস কানাডা’ নির্বাচনের চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে নর্থ ইয়র্কের টরন্টো সেন্টার ফর দ্য আর্ট লিরিক থিয়েটারে।

সিথি স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানান, তার ইচ্ছা মানসিক বিষাদগ্রস্ত তরুণদের নিয়ে কাজ করার। তার এ সাফল্যের পেছনে বাবার ভূমিকার পাশাপাশি মার ভূমিকাকেই সবচেয়ে বড় করে দেখেন তিনি।

তিনি আরও বলেন, লক্ষ্যে পৌঁছানোর পথে অনেক বাধা আসবে, সেটাই স্বাভাবিক। তবে সেগুলোকে ডিঙিয়ে লক্ষ্যে পৌঁছতে হবে।

সিথির জন্ম ১৯৯৫ সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় । তিনি ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।পড়াশোনার পাশাপাশি নাচ শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমীতে।

এছাড়া তিনি মডেলিংয়ের সঙ্গে জড়িত। তাকে ইতোমধ্যে ‘পার্লামেন্ট অব অটোয়া’, ‘কানাডা ডে প্যারেড’, গ্র্যান্ড মার্শাল ২০১৮ সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংস্থা থেকে সম্মানিত করা হয়েছে।

সিথি বর্তমানে কনকর্ডিয়া ইউনিভার্সিটির ফাইন্যান্সের শেষ বর্ষের ছাত্রী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে