ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত অর্ধশতাধিক
গত মে মাসে অ্যামাজনস রাজ্যের কারাগারে দাঙ্গায় নিহত কয়েদিদের স্বজনদের কান্না। ছবি : নিউইয়র্ক টাইমস

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপ ৫ ঘণ্টা ধরে মারামারি করে।

স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই সংঘর্ষ শেষ হয় দুপুরের দিকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেরে রাজ্যের আলতামিরা কারাগারের একটি অংশে গিয়ে এই হামলা চালায় অন্য পক্ষের গ্যাং সদস্যরা।

সংবাদ সম্মেলন করে কারা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৬ জনকে ছিন্নভিন্ন করা হয়েছে। এছাড়া কারাগারের কিছু অংশে আগুন দেওয়া হয়েছে। এতে ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অনেকে।

দাঙ্গা চলাকালে কারাগারের দুজন কর্মকর্তাকে জিম্মি করা হয়। পরে তাদেরকে মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মে মাসে অ্যামাজনস রাজ্যের মানাউস কারাগারে দাঙ্গায় ৪০ জন নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে