প্রখ্যাত অভিনেতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলমগীরের মেয়ে আখি আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় বাবার ডেঙ্গু ধরা পড়ে।
আখি আলমগীর আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা আরও দুই-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন।
এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি সফল ছিলেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।