অনুপ্রেরণার এক কিশোরীর নাম ‘গ্রিতা’

আন্তর্জাতিক ডেস্ক

অনুপ্রেরণার কিশোরী গ্রিতা

জলবায়ু পরিবর্তন সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সুইডিশ অধিকার কর্মী গ্রিতা থানবার্গ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

১৬ বছরের গ্রিতা বিশ্বের জলবায়ু আন্দোলন কর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্রিতা বলেছেন, আমাকে ৬০ ফুটের প্রতিযোগী নৌযান মালিজিয়া-২ তে ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা মধ্য আগস্টে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাজ্য থেকে নিউ ইয়র্ক যাব।

তিনি বলেন, বিজ্ঞান সুষ্পষ্ট। আমাদের যদি এখনো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রির নিচে রাখার সুযোগ থাকে তারপরও ২০২০ সালের আগেই আমাদেরকে নিঃসরণ কমিয়ে আনা শুরু করতে হবে।

টিম মালিজিয়ার প্রতিষ্ঠাতা ও ট্রান্স আটলান্টিক অতিক্রমকারী দলের সহনেতা পিয়েরি কাসিরাঘি জানান, বৈশ্বিক নিঃসরণ ও দূষণ কমাতে তিনি সচেতনতা বৃদ্ধিতে বিশ্বাস করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে