শ্রীলংকায় ধবলধোলাই হলো টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলংকায় ধবলধোলাই হলো টাইগাররা
ছবি : ইন্টারনেট

বিশ্বকাপ ব্যর্থতার হতাশা ভুলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু হতাশা ভোলার বদলে উল্টা ধবলধোলাই হয়ে দেশে ফিরতে হচ্ছে তামিম-মুশফিকদের।

স্বাগতিক শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৯৫ রানের বিশাল চ্যালেঞ্জ টপকাতে নেমে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। যার ফলশ্রুতিতে ৩৬ ওভারে ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

universel cardiac hospital

আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে রানে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

এই হারের মাধ্যমে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ বা ধবলধোলাই হয়েছিল।

অন্যদিকে, টানা পাঁচটি ওয়ানডে ম্যাচ হারল বাংলাদেশ। গত বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে হারল টাইগাররা।

বুধবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ দলের পক্ষে চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন। সর্বোচ্চ ৬৯ রান করেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দাসুন শানাকা ৩টি, লাহিরু কুমারা ২টি, ওয়ানিদু হাসারাঙ্গা ১টি, আকিলা ধনঞ্জয়া ১টি ও কাসুন রাজিথা ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৫০ ওভারে ২৯৪/৮ (ম্যাথিউস ৮৭, মেন্ডিস ৫৪, করুনারত্নে ৪৬, কুশল পেরেরা ৪২, শানাকা ৩০, শিহান জয়সুরিয়া ১৩, ডি সিলভা ১২*; সৌম্য ৩/৫৬, শফিউল ৩/৬৮, রুবেল ১/৫৫, তাইজুল ১/৩৪)।

বাংলাদেশ: ৩৬ ওভারে ১৭২/১০ (সৌম্য ৬৯, তাইজুল ১৮*, বিজয় ১৪, মুশফিক ১০, মাহমুদউল্লাহ ৯, মিরাজ ৮, সাব্বির ৭, মিঠুন ৪, তামিম ২, শফিউল ১; দাসুন শানাকা ৩/২৭, কুমারা ২/২৬)।

ফল: শ্রীলংকা ১২২ রানে জয়ী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে