বদলে যাচ্ছে ইরানের মুদ্রা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের মুদ্রা
ইরানের মুদ্রা

ইরানের মুদ্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইরানি সরকার। রিয়ালের বদলে নতুন নাম রাখা হয়েছে ‘তুমান’। পাশাপাশি ইরানের ব্যাংক নোট থেকে চার শূন্য বাদ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ইরনা’র।

বুধবার ইরানি মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নাম বদল সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান।

জানা গেছে, ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তীতে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়।

এতে বিদেশিরা অনেক ক্ষেত্রে অর্থের হিসাবের সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়তেন।

নতুনভাবে রিয়াল থেকে তুমান করা হলে বিপুল পরিমাণ অর্থ বহন ও হিসেবের বিড়ম্বনা কমে যাবে। একইসঙ্গে ডলারের বিপরীতে তুমানের মান অনেকাংশে বেড়ে যাবে বলে আশা করছে ইরান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে