লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলমুখে পলি পড়ে সৃষ্ট নাব্যতা সংকটের কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, গতকাল মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
- আরও পড়ুন, ১০ আগস্টের ট্রেনের আগাম টিকিট কিনতে ভিড়
এ সময় ডুবো চরে আটকে পড়ে একটি ফেরি। দীর্ঘ ৭ ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার করা হয়েছে। এতে আসন্ন ঈদে এ নৌরুটে বিপর্যয়ে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ফেরি চললেও রাত ১২টার দিকে পদ্মা নদীর পানি কমে গেলে নাব্যতা সংকট দেখা দেয়। এরপর দুর্ঘটনা এড়াতে সকাল ৭টার আগ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকল্প চ্যানেল চালু করে সকাল ৭টার দিকে ফেরি চলাচল শুরু করে।