অল্পের জন্য হেরে গেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে অল্পের জন্য হেরে গেছে। ১৩১ রানের জবাব দিতে নেমে জয় থেকে ৫ রান দূরে আটকে গেছে টিম টাইগ্রেস।

প্রিটোরিয়ায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৩০ রান তোলে সাউথ আফ্রিকা। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২৫ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে এসে উদ্বোধনী জুটিতেই ১২৭ রান তুলে ফেলে স্বাগতিকরা। তৃশা ছেট্টি ৯ চারে ৫৯ বলে ৭২ করে যান। আরেক ওপেনার তাজমিন ব্রিটস করেন ৩ চার ও এক ছয়ে ৫৫ বলে ৫২ রান।

শেষদিকে খাদিজা-তুল কুবরা একটি ও রিতু মনি দুটি উইকেট তুলে নিলে লক্ষ্যটা নাগালেই থাকে সফরকারীদের।

জবাব দিতে নেমে শুরুতে মুর্শিদা খাতুনকে (১) হারায় বাংলাদেশ। সানজিদা ইসলাম ২১, অধিনায়ক নিগার সুলতানা ১২, ফাহিমা খাতুন ৩৪ রান করে দলকে পথে রাখেন।

মাঝে শায়লা শারমিন ৯, নাদিয়া আক্তার ১ রানে ফিরলেও রিতু মনির ১৯ রানে জয়ের আশা থাকে। কিন্তু সেই পর্যায়ে শুরুতে ফাহিমা ও পরে রিতু ফিরলে আর পেরে ওঠেনি বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জেতা লাল-সবুজরা বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক ইমার্জিং মেয়েদের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে