রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩

ডেস্ক রিপোর্ট

আগুন

রাজধানীর হাজারীবাগের গণকটুলী লেনের একটি হোটেলে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে তিনজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- হোটেলের মালিক মো. শাহিদ (৪০), তার বাবা মো. জয়নাল আবেদীন (৬৫) ও হোটেলের কর্মচারী মো. সজীব (২২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

universel cardiac hospital

এ বিষয়ে দগ্ধ শাহিদের ভাই মো. শাহিন গণমাধ্যমকে জানান, গণকটুলী লেনের ৩৪/এল নম্বর বাসায় তারা থাকেন। বাসার পাশে শাহিদের খাবারের হোটেল। দুপুরে হোটেলে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের পাইপ ছুটে যায়। এরপর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। পরে তারা তিনজন পাইপটি ঠিক করে লাগানোর চেষ্টা করলে হঠাৎ আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান জানান, শাহিদের শরীরের ৪০ শতাংশ, জয়নালের ৬৫ শতাংশ ও সজীবের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তারা তিনজনই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে