‘মহামারী আকার ধারণ করা ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ’

বিশেষ প্রতিনিধি

জিএম কাদের
জিএম কাদের । ফাইল ছবি

মহামারী আকার ধারণ করা ডেঙ্গু মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।  

universel cardiac hospital

জিএম কাদের বলেন, আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের। এই মহামারি অবস্থা ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ।

চলতি বছরের সরকারি হিসাব অনুযায়ী, এরই মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের। কিন্তু বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। রাজধানীর ৪৯টি সরকারি-বেসরকারি ও ঢাকার বাইরে শুধু সরকারি হাসপাতালে ভর্তি রোগীর তথ্য পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তের এই সংখ্যা নিরূপণ করছে। এর বাইরে কয়েক হাজার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে যেসব মানুষ চিকিৎসা নিচ্ছে, তারা হিসাবের আওতায় আসছে না।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হিসাবে এক-দশমাংশ চিত্র পাওয়া যাচ্ছে মাত্র। ৯০ শতাংশ রোগী হিসাবেই আসছে না। শুক্রবারও সারাদেশে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার মাদারীপুরে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ক’জনের এ নিয়ে মৃত্যের সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সেনাশাসক এইচএম এরশাদের মৃত্যুর পর দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া তার ছোট ভাই জিএম কাদের বলেন, জাতীয় পার্টির মধ্যে প্রতিযোগিতা আছে, তবে কোনো দ্বন্দ্ব নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আসাফু উদ দৌলা প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে