অ্যাশেজ : তৃতীয় দিন শেষে ৩৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

স্টিভেন স্মিথ
একটি শট খেলছেন স্টিভেন স্মিথ। ছবি : ইএসপিএন

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ২য় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

ফলে সাত উইকেট হাতে রেখে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের লিড পেয়েছে সফরকারীরা।

universel cardiac hospital

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ৩৭৪ রানে অলআউট হয় ইংলিশরা। ফলে প্রথম ইনিংসে ৯০ রানের লিড পায় স্বাগতিক ইংল্যান্ড।

শুক্রবার চার উইকেটে ২৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড। এদিন ১২৫ রানে অপরাজিত ছিলেন দলটির ওপেনার ররি বার্নস। দ্বিতীয় দিনে ১৩৩ রানে আউট হন তিনি।

এছাড়া জো রুট ৫৭ ও বেন স্টোকস ৫০ রান করেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স-নাথান লিয়ন ৩টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটাও খুব ভালো হয়নি। মাত্র ২৭ রানের মধ্যেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যাংক্রফটের উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এর পর দলকে টেনে নিয়ে যান ওসমান খাজা ও স্টিভেন স্মিথ। খাজা ৪৮ বলে ৪০ করে স্টোকসের বলে আউট হন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান স্মিথ ৪৬ ও ট্রাভিস হেড ২১ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে