ডেঙ্গু টেস্ট কিট ও রিএজেন্ট আমদানিতে শুল্ক-ভ্যাট ছাড়

বিশেষ প্রতিবেদক

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু জ্বরের টেস্ট কীট ও রিএজেন্ট আমদানিতে সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর এবং অগ্রিম আয়করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ছাড় দেয়া হয়েছে।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি সহায়তা বৃদ্ধি ও স্বল্প খরচে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডেঙ্গুর উপকরণ আমদানিকারকদের এই সুযোগ দেয়া হয়েছে। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

একই সাথে উল্লেখিত পণ্যসমূহ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ আমদানিতে এই সুবিধা কার্যকর হবে।

তবে আমদানিকৃত পণ্যসমূহ মানসম্মত কি না তা ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নিয়মিত মনিটরিং করতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে