‘হাম আপকে হ্যায় কওন’ বলিউডের সেরার সেরা ছবির অন্যতম। ক্লাসিক প্রেমের এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত।
মুক্তির ২৫ বছর পূর্ণ করে ফেলল এ ছবি। সে উপলক্ষে ইনস্টাগ্রামে বিশেষ ভিডিও শেয়ার করেছেন ছবিতে নিশা চরিত্রে অভিনয় করা মাধুরী।
এদিন মাধুরী দুটি ভিডিও শেয়ার করেন। একটিতে তিনি নিশা হয়ে জানান ছবির ২৫ বছর পূর্ণ হওয়ার কথা। আরেকটিতে ‘দিদি তেরা দেওর দিওয়ানা’ গানের সিগনেচার স্টেপের গুলতি দিয়ে ফুল মারার চ্যালেঞ্জ জানান। চ্যালেঞ্জ করেন সালমান খানকে। তালিকায় রয়েছেন অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, রেণুকা সাহানি ও বরুণ ধাওয়ানও।
সুরাজ বারজাতিয়া পরিচালিত ও রাজশ্রী প্রোডাকশন প্রযোজিত ‘হাম আপকে হ্যায় কওন’ মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। ছবিটি সেই সময়ই প্রায় ২০০ কোটি টাকা আয় করেছিল।
রোম্যান্টিক মিউজিকাল কমেডি ‘নাদিয়া কে পার’-এর অনুকরণে নির্মিত হয়েছিল ছবিটি। সেখানে মণীশ বহেল, রেণুকা সাহানি, অনুপম খের, অলোকনাথ, রিমা লাগু ছিলেন বিশেষ চরিত্রে।