কাশ্মীরে বিধিনিষেধে জাতিসংঘের ‘গভীর উদ্বেগ’

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কর্তৃপক্ষ যেসব বিধিনিষেধ আরোপ করেছে তাতে গভীর উদ্বেগ জানিয়ে এ পদক্ষেপ সেখানকার ‘মানবাধিকার পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

universel cardiac hospital

টেলিযোগাযোগ বিচ্ছিন্ন, রাজনৈতিক সভাসমাবেশে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক নেতাদের গৃহবন্দির বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের মুখপাত্র এ উদ্বেগ প্রকাশ করেন। ভারতের এমন একতরফা পদক্ষেপ সেখানকার মানবিক পরিস্থিতির বিপর্যয় ঘটাবে বলেও উল্লেখ করা হয়েছে।

কাশ্মীর রোববার রাত থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন, কারফিউ চলছে, দোকান, স্কুল কলেজ সব বন্ধ। বন্ধ মোবাইল আর ল্যান্ডলাইন ফোন, ইন্টারনেট পরিষেবা, এমনকি কেবল টিভিও।

বিবিসি জানিয়েছে, রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনী গাড়িতে চড়ে মাইকে বলতে বলতে যাচ্ছে যে কারফিউ জারি রয়েছে, কেউ যেন বাড়ির বাইরে না বের হন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, কাশ্মীরে বেশিরভাগ নেতাই আটক হয়ে রয়েছেন। তারা ছাড়া পাওয়ার পরে যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে প্রতিবাদে রাস্তায় নামবেন মানুষ, এমনটাই বলছেন কাশ্মীরিরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে