হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন মোকতাদির চৌধুরী

মোহাম্মদ সজিবুল হুদা

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ফাইল ছবি

দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জানা গেছে, বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে।

রবিবার দুপুর সোয়া ১২ টায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বরেন চক্রবর্তী কর্তৃক ছাড়পত্র দেয়া হয়। তারপর হাসি মুখেই হাসপাতাল ছাড়েন মোকতাদির চৌধুরী।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে তাঁর নিজ কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতেলের সিসিইউতে ভর্তি করা হয়।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে, ৭ আগস্ট তাকে কেবিনে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ১১ আগস্ট বাসায় ফিরলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই সদস্য।
হাসপাতাল থেকে ফেরার পথে তিনি দেশবাসী ও সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে