টিয়ে তোর বাড়ি কোথা/টিয়ে রে টিয়ে রে
রোজ দেখি আকাশে/সবুজের পাখা সে
যাবি কি খুকুরে/আজ নিয়ে রে
ফয়েজ আহম্মদের এই ছড়াটি থেকেই তৈরি হলো গান। আন্না পুনমের ছোট গল্প অবলম্বনে নির্মিত ‘টিয়ার গপ্পো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রের মূল বক্তব্য হিসেবে।
নির্মাতা সোহেল রানা বয়াতির সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান, সংগীত করেছেন এম এ রহমান।
গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ধর্ষণ আমাদের দেশে এখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এ রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই পদ্ধতি, তা হলো- আমাদের মনোভাব পরিবর্তন করা। এমন বিষয়বস্তু নিয়েই চলচ্চিত্রটি নির্মিত এবং গানটি চলচ্চিত্রের মূল বক্তব্য উপস্থাপন করে।
- আরও পড়ুন >> কাশ্মীরের মানুষদের অধিকার লঙ্ঘিত হচ্ছে : মমতা
- আরও পড়ুন >> ব্যাংকের ঋণ ও আমানতের সুদহার কমানোর পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
বয়াতি বলেন, টিয়ে ছড়াটি ছোটবেলায় পড়েছিলাম, চলচ্চিত্রটির সঙ্গে ছড়াটিকে ব্যবহার করতে চাইলাম। কারণ, ছড়াটি শিশুরা যে স্বপ্নের নিরাপদ পৃথিবী চায় সেই পৃথিবীর কথা বলে। এটাকে ছড়া গানও বলা যায়। আশা করি, গানটি সবার ভালো লাগবে।
জানা যায়, আগামী ২০ আগষ্ট ঢালিউড মোশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার পর চলচ্চিত্রটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।