শ্রদ্ধা আর ভালোবাসায় ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদকে চির বিদায় জানানো হলো।
আজ রোববার বাদ জোহর তার নিজ বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা শেষে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ কার্যালয়ের দক্ষিণ পাশে অধ্যাপক মোজাফফর আহমদের দাফন সম্পন্ন হয়।
এর আগে জানাজা শেষে তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এতে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা।
সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সংগঠন, সুশীল সমাজসহ সর্বস্তরের জনসাধারণ প্রয়াত নেতাকে শেষবারের মত দর্শন ও তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির অন্যতম পথিকৃৎ ন্যাপ মোজাফফর খ্যাত ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। শনিবার রাত পৌনে ৮টার দিকে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি এলাহাবাদ নিয়ে আসা হয়।
প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী প্রমুখ।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে গঠিত বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী, ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষে এবং ব্যক্তি উদ্যোক্তাসহ সর্বস্তরের মানুষ মোজাফফর আহমদের কফিনে শ্রদ্ধা জানান।
জানাজার আগে মোজাফফর আহমদের জীবন-কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান, যুগ্ম সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ আল কাফি রতন, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা ন্যাপ সভাপতি সফিকুল ইসলাম সিকদার, প্রবীণ ন্যাপ নেতা মুস্তাকুর রহমান ফুল মিয়া, অ্যাডভোকেট গোলাম ফারুক, ন্যাপ চট্রগ্রাম জেলা সভাপতি জি এম কবির, ন্যাপ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুর রহমান, অধ্যাপক মোজাফফর আহমদের ছোট ভাই খোরশেদ আহমেদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, বিএনপির কুমিল্লা উত্তর জেলা সভাপতি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সাধারণ সম্পাদক কমরেড পরেশ কর। অধ্যাপক মোজাফফর আহমদের জানাজার নামাজ পড়ান অধ্যক্ষ মাওলানা অলিউর রহমান।