দেশের টিভি চ্যানেলগুলো পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অ্যাটকোর প্রতিনিধিদল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অ্যাটকোর প্রতিনিধিদল। ছবি : সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।

আজ বুধবার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করতে যান। এ সময়ে তিনি ওই কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, সব টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, এক সময়ে বাংলাদেশের কেবল একটি টেলিভিশন চ্যানেল, বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ছিল এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর এই মিডিয়া শিল্পকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে।

অ্যাটকো নেতারা জানান, তাঁরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান ও তথ্য সচিব আব্দুল মালেক, অ্যাটকোর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল হক বাবু, আহমেদ জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে