বাংলাদেশ দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফ ধীরে ধীরে পূর্ণাঙ্গ হচ্ছে। তিন কোচের পর এবার নতুন ফিজিও পেল টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জুলিয়ান ক্যালেফাতোকে নিয়োগ দিল বিসিবি। আগামী দুই বছর সাকিব-মুশফিকদের দেখভাল করবেন তিনি।

কয়েক দিন পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে হোম সিরিজ শুরু করবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। এর আগেই সাকিবদের সঙ্গে যোগ দেবেন নতুন ফিজিও।

গেল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করে। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা আশা করছি; জাতীয় ক্রিকেট দলের জন্য নিজের অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দেবেন জুলিয়ান। ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনায় যুক্ত করবেন ভিন্ন মাত্রা।

জাতীয় দলের সঙ্গে এ প্রথম কাজ করতে যাচ্ছেন জুলিয়ান। তবে ফিজিও হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। এর আগে গ্লুচেস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে কাজ করেন ইতালিয়ান বংশোদ্ভূত ফিজিও।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ছাড়া সেইলিং, রাগবি ইউনিয়ন, আইস হকিসহ বিভিন্ন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে