উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১ এপ্রিল

ডেস্ক রিপোর্ট

উচ্চ মাধ্যমিক পরীক্ষা
ফাইল ছবি

আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৪ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ৫ থেকে ১৩ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

universel cardiac hospital

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত বুধবার ২০২০ সালের এইচএসসি পরীক্ষার এই সূচি প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, আগের মত এবারও পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যাই পরীক্ষার হলে গিয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।

যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে