হাসিনা-মোদি বৈঠক হতে পারে নিউইয়র্কে

বিশেষ প্রতিবেদক

শেখ হাসিনা- নরেন্দ্র মোদি।
শেখ হাসিনা- নরেন্দ্র মোদি। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকে বসতে পারেন।

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, জাতিসংঘ সদর দপ্তরে ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠক ও সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে এবং এতে হাসিনা ও মোদি উভয়ের অংশ নেওয়ার কথা রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

universel cardiac hospital

এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লি সফর করবেন শেখ হাসিনা। এ সফরে সই করার জন্য এখন কতগুলো দ্বিপক্ষীয় চুক্তি প্রস্তুত করছে দুদেশ।

সম্প্রতি ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তাঁরা শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রস্তাব বিনিময় করেন।

সফরকালে শেখ হাসিনা আগামী ৩-৪ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটেও যোগ দেবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে