পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সরকারের টাকা সঠিকভাবে উন্নয়ন কাজে লাগে কি-না সেদিকে খেয়াল রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই আমি সরকারের পক্ষ থেকে এলাকার উন্নয়ন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করেছিলাম। এর মধ্যে অন্যতম ছিল সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন।
তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সিলেটের ৬০টি স্কুলের নতুন ভবনের কাজ শুরু করেছি। এ সময় তিনি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য সরকার প্রায় ১২ কোটি টাকা অনুদান দিয়েছে বলে জানান।
ইউনিয়ন কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব নিহারজিৎ পালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস প্রমুখ।