ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ২০
ছবি : ইন্টারনেট

ভারতের মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় সিরিজ বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত। আজ শনিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় ধুলে জেলার একটি স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা ডিএন ওয়াগ রয়টার্সকে বলেন, বিষ্ফোরণে ২০ জন মারা গেছেন। আহত অবস্থায় এখানে ৩৭ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আমরা আরও ১২ জনকে অন্যত্র স্থানান্তর করেছি।

পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় সকাল ১০টার দিকে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাখানার বাইরেও ধোয়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সঞ্জয় আহিরে বলেন, ২০০ লিটার রাসায়নিক ব্যারেলে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেই আগুণ অন্যত্র ছড়িয়ে পড়ে এবং আরও বিস্ফোরণ ঘটতে থাকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে