আফগান লেগ স্পিনে বিধ্বস্ত বিসিবি একাদশ

ক্রীড়া প্রতিবেদক

আফগান লেগ স্পিনে বিধ্বস্ত বিসিবি একাদশ
ছবি : ইন্টারনেট

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের আগে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে রশিদ খানরা ৯ উইকেটে ২৮৯ রান করে ইনিংস ঘোষণা করে। এরপর দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে ১২৩ রানে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ।

আফগান দুই লেগ স্পিনার রশিদ খান এবং জাহির খানের সামনে দাঁড়াতেই পারেনি বিসিবি একাদশের হয়ে খেলা আনামুল হক বিজয় কিংবা ফজলে রাব্বি, নুরুল হাসানরা।

তারা দু’জন তুলে নেন বিসিবি একাদশের ৮ উইকেট। এর মধ্যে আফগান অধিনায়ক রশিদ খান তার লেগ স্পিন ঘূর্ণিতে তুলে নেন ৩ উইকেট। বাঁ-হাতি চায়নাম্যান জাহির খান নেন ৫ উইকেট।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অলরাউন্ডার আল-আমিন হোসেন জুনিয়র। আর কেউ ২০ রানের ঘরে যেতে পারেননি।  ওপেনার আনামুল হক ১৯ রান করেন। জাতীয় দলের হয়ে খেলা নাঈম ইসলাম করেন ১৩ রান।

বাংলাদেশ দলের হয়ে খেলা এবং বিসিবি একাদশের নেতৃ্ত্বে থাকা নুরুল হাসান সোহান ১৯ রান করেন। শেষ দিকে ফারদিন হাসান ১৪ রান করেন।

বিসিবি একাদশ ৪৫ ওভারের মধ্যে অলআউট হয়ে যায়। আফগানিস্তানের প্রথম ইনিংস থেকে বিসিবি একাদশ ১৬৬ রানে পিছিয়ে থাকে। দ্বিতীয় দিনের বাকি সময়ে কোন উইকেট না হারিয়ে ১৪ রান তোলে আফগানরা।

এর আগে প্রথমে ব্যাট করা আফগানিস্তান দারুণ শুরু করে। দুই ওপেনারকে আউট করতে পারেনি বিসিবি একাদশের বোলররা। ফিফটি তুলে নিয়ে রিটায়ার্ড আউট হয়ে উঠে যান তারা। তরুণ ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৫২ রান। এহসানউল্লাহ খেলেন ৬২ রানের ইনিংস। প্রথম ইনিংস থেকে আল আমিন জুনিয়র ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ম্যাচ ড্র

আফগানিস্তান প্রথম ইনিংস: ২৮৯/৯ডি (৯৯ ওভার)

(ইহসানুল্লাহ ৬২, ইব্রাহীম জাদরান ৫২, জাভেদ আহমদী ৩, রহমত শাহ ৭, হাশমতউল্লাহ শহীদি ২৬, আসগার আফগান ১৬, মোহাম্মদ নবী ৩৩, ইকরাম আলী খিল ১, আফসার জাজাই ৩৫*, রশীদ খান ১৩, কায়েস আহমেদ ২৩*; মেহেদী হাসান রানা ০/৩২, মানিক খান ০/৩৪, সালাউদ্দিন শাকিল ০/৩৬, সুমন খান ৩/৪৩, জুবায়ের হোসেন ০/৬৮, আসাদুল্লাহ গালিব ০/১৮, আল-আমিন ৪/৫১)।

বিসিবি একাদশ প্রথম ইনিংস: ১২৩ (৪৪.৩ ওভার)

(এনামুল হক বিজয় ১৯, সাব্বির হোসেন ৪, ফজলে মাহমুদ ৮, নাঈম ইসলাম ১৩, আল-আমিন ২৯, নুরুল হাসান সোহান ১৫, ইরফান শুক্কুর ৯, ফারদিন হাসান ১৪, সুমন খান ৩, মেহেদী হাসান রানা ০, মোহাম্মদ মানিক ০*; ইয়ামিন আহমদজাই ০/১২, শাপুর জাদরান ১/৪, মোহাম্মদ নবী ০/১৮, রশীদ খান ৩/২৬, সৈয়দ আহমেদ শিরজাদ ১/২৩, জহির খান ৫/২৪, কায়েস আহমেদ ০/১০)।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ১৪/০ (৩.৫ ওভার)

(জাভেদ আহমদি ১২*, রহমত শাহ ২*; আসাদুল্লাহ গালিব ০/৯, সালাউদ্দিন শাকিল ০/৫)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে