ফিফার বর্ষসেরা ফুটবলারদের নাম ঘোষণা ২৩ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

মেসি-রোনালদো-ডাইক
ফাইল ছবি

উয়েফার ইউরোপ সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ভার্জিল ভ্যান ডাইক। এবার ফিফার ঘোষিত সেরা তিন বর্ষসেরা ফুটবলারের তালিকায়ও আছেন মেসি-রোনালদো এবং ভ্যান ডাইক।

গেল মৌসুমে পঞ্চাশের বেশি গোল করেন মেসি। দলকে লা লিগা জেতান। অন্যদিকে রোনালদোর গেল মৌসুমে গোল ২১টি। ভ্যান ডাইক গোল বেশি করেননি। গোল করা তার কাজও নয়। তবে গোল বাঁচানোর কাজটা দুর্দান্তভাবে করেছেন তিনি। তার দল লিভারপুল গেল মৌসুমে মাত্র ২২ গোল হজম করেছে।

এছাড়া প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে এবং এরিয়াল বলে (উপরের বল) ৭০ ভাগের বেশি সাফল্য পেয়েছেন ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক। সেজন্য তিনি ইউরোপ সেরা ফুটবলার হন। ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়েও ঠিক একই কারণে এগিয়ে থাকবেন ভ্যান ডাইক।

ফিফার বর্ষসেরা কোচ হওয়ার লড়াইটা হয়ে গেছে ইংলিশ লিগময়। সেরার তালিকায় আছেন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো এবং লিগে দুইয়ে শেষ করা জার্মান কোচ জার্গেন ক্লপ। আছেন ম্যানসিটিকে টানা লিগ জেতানো সাবেক বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওয়ালা।

এছাড়া দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার কারণে সেরা তিনে আছেন টটেনহ্যামের আর্জেন্টাইন কোচ মৌরিসিও পচেত্তিনো।

ফিফার বর্ষসেরা গোলরক্ষক হওয়ার লড়াইয়ে আছেন দুই ব্রাজিলিয়ান গোলরক্ষক লিভারপুলের অ্যালিসন বেকার এবং ম্যানসিটির এদেরসন।

এছাড়া বার্সেলোনার মার্ক টের স্টেগান আছেন সেরা তিনে। অ্যালিসন এর আগে উয়েফার বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন।

জানা যায়, আগামী ২৩ সেপ্টেম্বর ইতালির মিলানে ফিফার বর্ষসেরা ফুটবলারদের নাম ঘোষণা করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে