কাশ্মীর ইস্যু : লন্ডনে ভারতীয় হাই কমিশনে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

লন্ডনে ভারতীয় হাই কমিশনে ভাঙচুর -টাইমস অব ইন্ডিয়া

ভারত অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

universel cardiac hospital

এক পর্যায়ে তারা হাই কমিশন ভবন লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, বোতল ও পাথর নিক্ষেপ করেন। এতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টুইটারে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ৩ সেপ্টেম্বর ফের লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে সমর্থন দেয় যুক্তরাজ্যের সবকটি পাকিস্তানি ও কাশ্মীরী সংগঠন।

এর আগে গত ১৫ আগস্ট লন্ডনে ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ করেন প্রায় ১৫ হাজার মানুষ।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের  বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওইদিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর।

সেখানে মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। গৃহবন্দি করে রাখা হয়েছে সেখানকার রাজনৈতিক নেতাদের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে