গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মহানগর প্রতিবেদক

গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ছবি : সংগৃহিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালিয়েছে।

গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় আজ রোববার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

universel cardiac hospital

অভিযানে টার্মিনালের ভিতরে এবং আশপাশে অবৈধভাবে নির্মিত প্রায় ২০০টি সেমিপাকা স্থাপনা, শেড, দোকান ইত্যাদি উচ্ছেদ করে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

গত ২৮ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন।

এ সময় টার্মিনালের ভেতরে এবং আশপাশের অবৈধ স্থাপনা দেখে তারা অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে