থিরিমান্নে-সানাকার নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

থিরিমান্নে-সানাকা
থিরিমান্নে-সানাকা। ফাইল ছবি

শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে আর টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা-একজনও পাকিস্তান যেতে রাজি নন। ফলে বাধ্য হয়েই নতুন দুজনকে অধিনায়ক করে পাকিস্তানে পাঠাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

পাকিস্তানের সীমিত ওভারের এই সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে, টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার দাসুন শানাকাকে।

universel cardiac hospital

১৫ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ কেবল একজন, ২৪ বছর বয়সী ব্যাটসম্যান মিনোদ ভানুকা। তিনি টি-টোয়েন্টিতেও অভিষেকের অপেক্ষায় আছেন। তার সঙ্গে টি-টোয়েন্টিতে নতুন হিসেবে জায়গা পেয়েছেন আরও একজন-ভানুকা রাজাপাকসে।

ভানুকা ছিলেন শ্রীলঙ্কার ইমার্জিং দলে আর রাজপাকসে সুযোগ পেয়েছেন গত জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ভারত সফরে আলো ছড়িয়ে।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাদ পড়া দানুষ্কা গুনাথিলাকা ফিরছেন আসন্ন সিরিজে। ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই দলেই জায়গা ফিরে পেয়েছেন চায়নাম্যান স্পিনার লক্ষ্মণ সান্দাকান।

পাকিস্তান ও শ্রীলঙ্কার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর করাচিতে। পরের দুই ওয়ানডে ২৯ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর। সেখান থেকে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলে যাবে দুই দল। যে সিরিজ শেষ হবে ৯ অক্টোবর।

ওয়ানডে দল

লাহিরু থিরিমান্সে (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্কা, লক্ষ্মণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

টি-টোয়েন্টি দল

দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকসে, মিনোদ ভানুকা, লাহিরু মধুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্কা, লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে