নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় ৯ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় নয় সৈন্য নিহত ও ২৭ জন নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার একটি নিরাপত্তা সংস্থার তিন সৈন্য ও এক কর্মকর্তার বরাতে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

universel cardiac hospital

পরিচয় না প্রকাশ করার শর্তে ওই তিন সৈন্য ও কর্মকর্তা জানান, মঙ্গলবার বোর্নো রাজ্যের গুদুমবালির একটি সামরিক ঘাঁটিতে জঙ্গিরা সৈন্যদের ওপর হামলা চালায়, এ হামলায় নয় সৈন্য নিহত হন ও ২৭ সৈন্য নিখোঁজ রয়েছেন।

‘আমরা হামলাটি প্রতিহত করেছি,’ বলেছেন নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা। তবে কোনো সৈন্য নিহত বা নিখোঁজ হয়েছে কি না, তা তার জানা নেই বলে দাবি করেছেন।

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ওই এলাকায় দুটি হামলা চালানো দাবি করেছে বলে আরেকটি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তারপর থেকে এক দশকে ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। বোকো হারামের একটি দলছুট অংশ আইএসের আনুগত্য স্বীকার করে তৎপরতা শুরু করার পর তারাই ওই এলাকার প্রধান বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে। গত কয়েক বছরে তারা সামরিক ঘাঁটিগুলোতে অনেকবার হামলা চালিয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে