ভারতকে ১০৬ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ৩২ ওভার ৪ বলে ভারতকে ১০৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এ দিন শিরোপা জয়ের মিশনে দুর্দান্ত শুরু করে করে বাংলাদেশ। যুবা টাইগারদের বোলিং তোপে মাত্র ১০৬ রানেই ভারতীয় যুবারা অলআউট হয়ে যায়।

universel cardiac hospital

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস ভাগ্যে জয় পেয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ধ্রুব জুরেল। যে লক্ষ্য নিয়ে আগে ব্যাট করতে নামে ভারত টাইগারদের বোলিং তোপে তা সফল হয়নি। তানজিম হাসান সাকিব ও মৃত্যুঞ্জয় চৌধুরীর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরের শুরুর পরিকল্পনা ভেস্তে দেয় যুবা টাইগাররা। এরপর একে একে সাঝঘরে ফেরেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা।

ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, শাহীন আলম ও তানজিম হাসান সাকিব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে