টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে। হারলে পড়ে যাবে মহা বিপাকে। এমন এক সমীকরণ নিয়ে ত্রিদেশীয় সিরিজে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।

তবে ম্যাচের শুরুতে ভাগ্যের খেলায় জিততে পারলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টসের কয়েন নিক্ষেপে জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। আমন্ত্রণ পেয়ে বাংলাদেশকে প্রথমে করতে হবে ব্যাটিং।

universel cardiac hospital

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসবে, এটা ছিল নিশ্চিত। এমনকি একটি জায়গায় পরিবর্তন আসতেছে, সেটাও ছিল নিশ্চিত। কারণ, সৌম্য সরকারকে বাদ দিয়েই ত্রিদেশীয় সিরিজের পরের অংশের জন্য দল তৈরি করা হয়েছিল।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নেমে সাকিব আল হাসান যে দল ঘোষণা করলেন, তাতে দেখা যাচ্ছে পরিবর্তন তিনটি। শুধু তাই নয়, দুই তরুণের টি-টোয়েন্টি অভিষেকও হচ্ছে আজ।

ওপেনিংয়ে ডান হাতি ব্যাটসম্যান লিটন দাসের সঙ্গে ব্যাট করতে নামবেন বাঁ-হাতি নাজমুল হোসেন শান্ত। টেস্ট এবং ওয়ানডে খেলে ফেললেও আজই টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে তার। এছাড়া অভিষেক হচ্ছে লেগ ব্রেক বোলার কাম ব্যাটসম্যান, তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবের।

বাদ দেয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে। এছাড়া ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনকেও বাদ দেয়া হয়েছে দল থেকে। বাড়ানো হয়েছে একজন পেসার। নেয়া হয়েছে শফিউল ইসলামকে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দীন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে