ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

বিশেষ প্রতিবেদক

সুদীর্ঘ ২৭ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই শীর্ষ নেতৃত্ব। বিএনপির সহযোগী এ সংগঠনটির ষষ্ঠ কাউন্সিলে নতুন সভাপতি হয়েছেন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্কাইপে বৈঠকের পর বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় শুরু হয় ছাত্রদলের কাউন্সিল।

universel cardiac hospital

ভোট শেষে বৃহস্পতিবার ভোরে ৪শ’ ৮১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

নির্বাচিত হওয়ার পর তারা জানান, বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই তাদের প্রধান চ্যালেঞ্জ।

এর আগে আদালতের স্থগিতাদেশে পিছিয়ে যায় ছাত্রদলের কাউন্সিল।

সর্বশেষ ১৯৯২ সালে ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতা নির্বাচিত হয়েছিলেন ইলিয়াস আলী ও রুহুল কবির রিজভী।

এরপর থেকে বিএনপির মনোনীত নেতাদের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠিত হয়ে আসছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে