অক্টোবরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।
কিন্তু দুই বোর্ডের মধ্যে আলোচনার পর দুই সিরিজের সূচিই পিছিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, আগের এফটিপি (ফিউচার ট্যুর প্লান) অনুযায়ী অক্টোবরের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত ছিল। কিন্তু গত জুলাইয়ে আইসিসি মিটিংয়ে সদস্য দেশগুলো নতুন এফটিপি তৈরি করেছে। নতুন সূচি অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ২০২০ সালের জুন-জুলাইয়ে।
- কিছু আ.লীগ নেতা নজরদারিতে, প্রধানমন্ত্রী ফিরলে ব্যবস্থা : কাদের
- ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-আফগানিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, অক্টোবরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সিরিজটি হতে পারে তিন ম্যাচের। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা এই সিরিজ খেলবে বলে সম্মত হয়েছে। কিন্তু আমরা এখনো তারিখ নির্ধারণ করিনি।