ত্রিদেশীয় সিরিজ : আজ যদি খেলা না হয়!

ক্রীড়া প্রতিবেদক

আজ খেলা না হলে কী হবে?
ছবি : সংগৃহিত

বৃষ্টিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ভেস্তে গেলে কী হবে, তা নিয়ে অনেক প্রশ্ন- কে হবে চ্যাম্পিয়ন? শিরোপার নিষ্পত্তি হবে কীভাবে?

জানিয়ে রাখা উচিত, ত্রিদেশীয় সিরিজে নেই কোনো রিজার্ভ ডে। সেক্ষেত্রে শিরোপা নিষ্পত্তি হবে আজই। সিরিজের বাইলজ অনুযায়ী, আজকের ফাইনালে একটি বলও মাঠে না গড়ালে এবং ‘নো রেজাল্ট’ হলে বাংলাদেশ ও আফগানিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বাইলজের ১৬.৩ অনুচ্ছেদ অনুযায়ী, টাই ম্যাচে এক ওভার করে সুপার ওভার খেলা হবে। সুপার ওভারে বিজয়ী দল ম্যাচ জিতে নেবে। সাথে যোগ করা হয়েছে, যদি ফাইনাল ম্যাচে ‘নো রেজাল্ট’ হয় তাহলে ফাইনালে ওঠা দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, মিরপুরে বৃষ্টি কিছুটা কমলেও মাঠ কাভার দিয়ে ঢাকা। খেলা না হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টায় টস হচ্ছে না নিশ্চিত। ম্যাচ শুরু হওয়ার কথা সাড়ে ছয়টায়। নির্ধারিত সময়েও ম্যাচ শুরুর কোনো সম্ভাবনা নেই।

আম্পায়াররা রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর ম্যাচের ফল নির্ধারণ করবেন অফিসিয়ালরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে