ফিলিস্তিন ইস্যুতে কোনো হুমকির তোয়াক্কা করেন না এরদোগান!

ডেস্ক রিপোর্ট

এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। ফাইল ছবি

কোনো শক্তি বা হুমকি ফিলিস্তিন এবং জেরুজালেমের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে তুরস্ককে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

যুক্তরাষ্ট্রে তুর্কি কমিউনিটির উদ্যোগে আয়োজিত মুসলমানদের একটি অনুষ্ঠানে সোমবার তিনি এ কথা বলেন। খবর ডেইলি সাবাহ আরবির।

এরদোগান বলেন, আল আকসার বিষয়টি শুধুমাত্র ফিলিস্তিনি মুসলিমদের জন্য নয় বরং বিশ্বের সব মুসলিমের জন্য সম্মান ও মর্যাদার প্রতীক। এটা আমাদের প্রথম কিবলা। ফিলিস্তিন ইস্যুতে আমরা কোনো হুমকির তোয়াক্কা করি না।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম ইস্যুকে তুরস্ক ‘রেড সিগন্যাল’ বিবেচনা করে। তুরস্ক বিশ্বাস করে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা থেকে পিছিয়ে হওয়ার অর্থ হল, মানবিক মূল্যবোধ, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা থেকে বিরত থাকা।

গাজায় কিভাবে মুসলিমদের ওপর ইহুদিরা নিয়মিত হত্যাকাণ্ড চালাচ্ছে সে বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে