ব্রিটিশ পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত বলেছে, পার্লামেন্ট স্থগিতে রানিকে প্রধানমন্ত্রী জনসনের অনুরোধ আইনসম্মত ছিল না।

universel cardiac hospital

যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের ১১ বিচারপতির সর্বসম্মত এই রায়কে ‘ঐতিহাসিক’ বলছে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম সিএনএন।  

নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে রানি এলিজাবেথের ১৪ অক্টোবরের পার্লামেন্টে ভাষণ ‘সুষ্ঠুভাবে সম্পন্ন করার’ কারণ দেখিয়ে এই মাসের প্রথম দিকে পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত করা হয়।

সুপ্রিম কোর্ট বলেছে, আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের সময়সীমা সামনে রেখে পার্লামেন্টের দায়িত্ব পালন বন্ধ করাটা ভুল ছিল।

দেশের গণতন্ত্রের মৌলিক বিষয়গুলোর উপর এর প্রভাব ‘ভয়াবহ’ বলে অভিমত দেন কোর্টের প্রেসিডেন্ট লেডি হেল।

তিনি বলেন, রানিকে পার্লামেন্ট স্থগিতের অনুরোধের সিদ্ধান্ত আইনসম্মত ছিল না। কারণ এর প্রভাব ছিল হতাশাজনক। এর মধ্য দিয়ে যৌক্তিক কারণ ছাড়াই পার্লামেন্টের সাংবিধানিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষমতা রদ করা হয়েছে।

কোর্ট প্রেসিডেন্ট বলেন, বিচারপতিদের সর্বসম্মত সিদ্ধান্ত হল, পার্লামেন্ট স্থগিত হয়নি- এই সিদ্ধান্ত বাতিল এবং এর কোনো কার্যকারিতা নেই। পরবর্তীতে কী হবে সে সিদ্ধান্তের ভার হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডসের স্পিকারদের।

আদালতের রায়কে স্বাগত জানিয়ে হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ বলেছেন, আর কোনো দেরি না করে পার্লামেন্ট বসবে। জরুরি ভিত্তিতে দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে