সরকার শারদীয় পূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাণিজ্যের উদ্দেশ্যে রফতানি নয়। পূজা উপলক্ষে একবারের জন্য ইলিশ রফতানির সুযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রফতানি নিষিদ্ধ করে সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
তবে ইলিশ রফতানি বন্ধ থাকলেও পাচার হওয়ার অভিযোগ রয়েছে। তাই পাচার বন্ধে ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও কয়েকবার জানায় সরকার। কিন্তু ইলিশের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।