ফিক্সিং অভিযোগে ভারতে ফ্র্যাঞ্চাইজি মালিক আসফাক গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক

তামিলনাড়ু প্রিমিয়ার ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগের ঘটনায় যখন ভারতীয় ক্রিকেট সরগরম, তখন কর্নাটক প্রিমিয়ার লিগও ফিক্সিং বিতর্কে জড়াল। বেলাগাভি প্যান্থার্সের মালিক আলি আসফাক থারাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, টুর্নামেন্ট ঘিরে ফিক্সিং করেছেন তিনি।

সোমবারই বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করে আলি আসফাককে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রচুর প্রমাণ তাদের হাতে রয়েছে। বেলাগাভি প্যান্থার্স দলে খেলেন ভারতের জাতীয় দলে খেলা মনিশ পাণ্ডের মতো তারকা ক্রিকেটারও।

universel cardiac hospital

কর্নাটক প্রিমিয়ার লিগ হল ভারতের প্রথম টি-টুয়েন্টি লিগ, যেটা কোনো রাজ্য ক্রিকেট সংস্থা চালু করেছিল। সোমবার বেলাগাভি বাছাইপর্বের খেলায় হুবলি টাইগার্সের কাছে হেরে যায়। সেই ম্যাচেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তাও আবার স্বয়ং মালিকের বিরুদ্ধে।

পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) সন্দীপ পাটিল বলেছেন, দুবাইয়ের একজন জুয়ারির সঙ্গে বেটিং করছিলেন দলের মালিক। সেটা ম্যাচ চলাকালীনই। দুবাইয়ের এই বুকি আগেই অভিযুক্ত। প্রশ্ন উঠছে, একজন দলের মালিক যদি বেটিংয়ে যুক্ত হয়, তাহলে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনাও ঘটতে পারে। সব নিয়েই তদন্ত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে