তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূমিকম্প নিরীক্ষণ কেন্দ্র জানায়, ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মারমারা সাগরে উদ্ভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ইস্তাম্বুলে শক্তিশালী আঘাত হানে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ইস্তাম্বুলের শিলিভ্রি জেলা। ভূমিকম্পটি ১১দশমিক ৯ কিলোমিটার গভীরতায় এসেছিল।
তুরস্কের সর্বাধিক জনবহুল শহর ইস্তাম্বুল ছাড়াও আশেপাশের কয়েকটি শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা (এএফএডি) বিভাগ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩২ মিনিটে ভূমিকম্পটি ইস্তাম্বুলে আঘাত হানে। এর আগে গত মঙ্গলবার শিলিভ্রিতেও ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে এএফএডি জানিয়েছে।
১৮৯৪ সালে ইস্তাম্বুলে শেষ বারের মতো ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে মারা যায় ১৩৪৯ জন। প্রায় দেড় কোটি লোকের আবাস ইস্তাম্বুল শহরে প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসে।