সৌদি আরবে চালু হচ্ছে ভ্রমণ ভিসা

মত ও পথ প্রতিবেদক

তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে পর্যটন শিল্পের প্রসারে বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

শুক্রবার ৪৯টি দেশের জন্য এই ভিসা চালু হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

universel cardiac hospital

নতুন করে চালু হওয়া এই ভিসা কার্যক্রমের সঙ্গে সঙ্গে বিদেশি নারী পর্যটকদের পোশাকের ওপরও বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

বিবিসি বলছে, এখন পর্যন্ত সৌদিতে হজযাত্রী, ব্যবসায়ী এবং বিদেশি শ্রমিকদের জন্য ভিসা চালু রয়েছে। এবার শুরু হলো ভ্রমণ ভিসা।

পর্যটন শিল্পে বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করতে চায় সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৩ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যটনের অবদান নিশ্চিত করতে চায় তারা।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি নারী পর্যটকরা পুরো শরীর ঢেকে রাখা পোশাক না পরলেও চলবে; পোশাক পরিধানের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবেন তারা।

মুসলিম নন এমন বিদেশি পর্যটকরা মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবেন না এবং মদ পানের ক্ষেত্রেও তাদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব পর্যটন ভিসা চালুর ব্যাপারটিকে দেশের ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের পাঁচটি স্থাপনা; অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের যে ভাণ্ডার আমরা উন্মুক্ত করতে যাচ্ছি তা দেখে পর্যটকরা মুগ্ধ হবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে