বহুল আকাঙ্ক্ষিত পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচটি অবশেষে বৃষ্টিতে ভেসে গেল।
দীর্ঘ ১০ বছর পর দেশের মাটিতে দ্বিপক্ষীয় পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। অথচ তিন ম্যাচ সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত।
শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজ দেখার জন্য দর্শকরাও আগ্রহে মাঠে আসেন। কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা তো দূরে থাক টসও হয়নি।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম নির্বাসিত। এর মধ্যে বিচ্ছিন্নভাবে কয়েকটি দল পাকিস্তান সফর করেছে।
২০১৫ সালে পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বিশ্ব একাদশের বিপক্ষে ঘরের মাঠে শুধু কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে পাকিস্তানের।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান সফরে এসেছে শ্রীলঙ্কা।