আহত মির্জা ফখরুল হাসপাতালে

রংপুর প্রতিনিধি

মির্জা ফখরুল
মির্জা ফখরুল। ফাইল ছবি

রংপুরে নির্বাচনী গণসংযোগকালে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রংপুর সদর আসনে উপ-নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী রিটা রহমানের পক্ষে ট্রাকে চড়ে গণসংযোগ চালাচ্ছিলেন বিএনপির মহাসচিব। ট্রাক হঠাৎ ব্রেক কষলে তিনি পড়ে যান। এতে তার বাম হাত কেটে যায়। রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে