পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ ক্যাসিনোর সন্ধান ও পরে অভিযানের পর বিতর্কের জেরে মতিঝিল থানার ওসিসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ থানার ওসিকে বদলি করা হয়েছে।
১ অক্টোবর (মঙ্গলবার) ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, ভাটারা থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবু বকর সিদ্দিককে পল্টন মডেল ওসি, কলাবাগান থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানার ওসি, খিলক্ষেত থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানার ওসি, শ্যামপুর থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানকে কোতয়ালী থানার ওসি, উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার ওসি, বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার ওসি, সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল আলমকে শ্যামপুর থানার ওসি, বনানী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
- আরও পড়ুন >> জি কে শামীমের ৭ দেহরক্ষী ফের রিমান্ডে
একই আদেশে মতিঝিল থানার ওসি মো. ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগ, মিরপুর মডেল থানার ওসি মো. দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ ও কোতয়ালী থানার ওসি মো. সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।