ভুটানের বিপক্ষে গত ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার এই ভুটানকে ২-০ গোলে হারাল লাল-সবুজের জার্সিধারীরা। দুইটি গোলই করেছেন ইয়াসিন খান। দুইটি গোলই তিনি করেন হেড থেকে।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ২২তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো থেকে হেড করে বল জালে পাঠিয়ে দেন ইয়াসিন খান।
প্রথমার্ধে এগিয়ে থাকলেও গতির গতি থামায়নি বাংলাদেশ। বারবার আক্রমণে গিয়েছে স্বাগতিকরা। এক পর্যায়ে মোহাম্মদ ইব্রাহীমের চিপ খুঁজে পায় ফার পোস্টে দাঁড়িয়ে থাকা ইয়াসিনকে। দক্ষতার সাথে হেড করে গোলটি করেন ইয়াসিন।
বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলল বাংলাদেশ।
আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১৫ অক্টোবর ভারতের সল্ট লেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।