পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বড় জয়
ছবি : ইন্টারনেট

মোহাম্মদ হাসনাইনের হ্যাটট্রিকের ম্যাচ জয়ে রাঙাতে পারল না পাকিস্তান। বড় জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা।

ওয়ানডে সিরিজ হারের পর আজ শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শ্রীলঙ্কা জিতেছে ৬৪ রানে। দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসনাইন। ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেন তরুণ এই পেসার।

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে শ্রীলঙ্কা করেছিল ৫ উইকেটে ১৬৫ রান। ৫৮ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দানুস্কা গুনাথিলাকা ও আভিসকা ফার্নান্দো।

৩৮ বলে ৮ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫৭ রান করেন গুনাথিলাকা। ফার্নান্দো ৩৪ বলে ৩ চারে করেন ৩৩ রান। ভানুকা রাজাপাকসে ২২ বলে ৩২ ও দাসুন শানাকা ১০ বলে করেন ১৭ রান।

লক্ষ্য তাড়ায় ২২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। চতুর্থ উইকেটে ৪৬ রানের একটা জুটি গড়েছিলেন সরফরাজ আহমেদ ও ইফতিখার আহমেদ। কিন্তু এ জুটি ভাঙার পর আর পেরে ওঠেনি স্বাগতিকরা। ১৪ বল বাকি থাকতে ১০১ রানেই গুটিয়ে যায় ইনিংস। সরফরাজ ২৪ ও ইফতিখার করেন ২৫ রান। দুই অঙ্ক ছুঁয়েছেন আর কেবল বাবর আজম (১৩)।

শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা নেন ৩টি করে উইকেট। সোমবার একই মাঠে সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে পাকিস্তান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে