সাদের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জি এম কাদের

রংপুর প্রতিনিধি

জি এম কাদের ও সাদ এরশাদ
জি এম কাদের ও সাদ এরশাদ

জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদের পক্ষে না থেকে দলের যে সকল নেতা নির্বাচনে বিরোধিতা করেছেন, তাদের ব্যাপারে দলীয় গঠনতন্ত্র অনুযারী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন।

উপ-নির্বাচনে ভোটারদের আগ্রহ না থাকা প্রসঙ্গে জি এম কাদের বলেছেন, নৌকা-লাঙ্গল প্রতীক এক থাকায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। এ কারণে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি।

universel cardiac hospital

আজ সোমবার রংপুরের পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রাথী সাদ এরশাদকে সমর্থন দিয়েছে। এখানকার সবাই জানে জাতীয় পার্টি জিতবে। তাই ভোটারের আগ্রহ কম ছিল।

রংপুর জাতীয় পার্টির দুর্গ উল্লেখ করে জি এম কাদের বলেন, রংপুর লাঙ্গলের ঘাঁটি। এখানকার মানুষের সমর্থন সব সময় জাতীয় পার্টির প্রতি ছিল। যা এবারের নির্বাচনেও প্রমাণ হয়েছে।

বর্তমান সরকারের চলমান দূর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। আমরা মহাজোটে নির্বাচন করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম  দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব।

নব-নির্বাচিত সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ বলেন, আমি রংপুরের সবাইকে নিয়ে কাজ করব। দলের চেয়ারম্যান, বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রীসহ সবার সঙ্গে কথা বলে রংপুরকে এগিয়ে নিতে চাই। আমার আব্বার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।

সকালে জি এম কাদের রংপুরে তিন দিনের সফরে এসে পল্লীনিবাসে গেলে সাদ এরশাদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারীসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে