অতীতে ফিফার বেশ কয়েকজন প্রেসিডেন্ট ঢাকা সফর করে গেছেন। এবার আসছেন বর্তমান প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের আমন্ত্রণেই একদিনের সফরে ঢাকায় আসছেন ইনফান্তিনো। ১৬ অক্টোবর এখানে পা রাখবেন তিনি।
এর পর কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব ফুটবলের এ শীর্ষকর্তা। সেখানে তার সামনে দেশের ফুটবলের উন্নয়নের নানা দিক তুলে ধরবেন বাফুফে বস। অধিকতর উন্নতিতে আরও কী করা যায়, তা নিয়েও আলোচনা হবে।
- আরও পড়ুন >> আবরার হত্যা: ৫ দিনের রিমান্ডে অমিত-তোহা
এ ছাড়া নারী ও বয়সভিত্তিক ফুটবল নিয়ে বাফুফের নানা কার্যক্রমের খোঁজখবর নেবেন ইনফান্তিনো। সংক্ষিপ্ত এ সফর শেষে আগামী ১৭ অক্টোবর ঢাকা ছাড়ার কথা তার।