বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ আটক

মত ও পথ রিপোর্ট

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

মেজর হাফিজের পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধমকে এ তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

তিনি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে।

তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমেদের আজকে (শনিবার) বরিশাল যাওয়ার কথা ছিল।

হাফিজ উদ্দিনের স্ত্রী জানান, শনিবার তাকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে তিনি জানেন না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তথ্যপ্রযুক্তি আইনে পল্লবী থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন রিজভী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে