গুরু ভক্তির মধ্য দিয়ে ছেঁউড়িয়ায় সাধু সঙ্গের কার্যক্রম শুরু

কুষ্টিয়া প্রতিনিধি

ছেঁউড়িয়ায় সাধু সঙ্গের কার্যক্রম শুরু
ছবি : সংগৃহিত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আঁখড়াবাড়িতে গুরু ভক্তির মধ্য দিয়ে সাধুদের সাধু সঙ্গের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় লালন আগত সাধু-ভক্তদের গুরু ভক্তির মধ্য দিয়ে শুরু হয় এ সাধু সঙ্গ।

সন্ধ্যায় দেখা যায়, সাধুরা তাদের গুরুদের ভক্তি করছেন। নিচ্ছেন নানান গুরুর দীক্ষা। এ গুরু ভক্তির মধ্য দিয়ে সাধুদের মূল কার্যক্রম শুরু হয়। সাধুদের ভাষায় একে বলে ‘রাখালসেবা’। রাখালসেবায় সামান্য চাল ও পানি খাওয়া এবং গুরুদের ভক্তি করার মধ্য দিয়ে লালন সাঁইজিকে স্মরণ করেন সাধুরা।

লালন একাডেমির সার্বিক তত্ত্বাবধায়ক (খাদেম) মোহাম্মদ আলী জানান, সাঁইজির ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় গুরু ভক্তির মধ্য দিয়ে সাধু সঙ্গের মূল কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে এ সাধু সঙ্গের কার্যক্রম সমাপ্ত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে